স্বপ্ন যদি সত্যি হতো, তবে তো বেশ মজা হতো,
ছাগলের নাদি গুলো তখন অবশ্যই বোদে হতো!
বলা যায় না কারো কারো স্বপ্নে ওগুলো হয়তো___
খুব দামী পাথর, হীরে, পান্না, চুনী কিংবা মুক্তো হতো!
ধর্ম নাশ হবার ভয়ে লোকজন তা এড়িয়ে না গিয়ে,
কুড়ানোর জন্যে একদম হুড়োহুড়ি পড়ে যেতো।
এমনকি স্বপ্ন ভেঙে যাবার পরেও মানুষ এসব ভেবে,
কাজকর্ম না করে শুধু বসে বসে জাবর কাটতো।
তা নাহলে জাগার পরেই আবার ঘুমোতে চাইতো!
সকলেই ঘুমের ব্যাপারে কুম্ভকর্ণ কে হার মানাতো।
স্বর্ণচম্পার বীজ যদি সত্যিকারের মুসুরির ডাল হতো,
বাড়িতে একটু জায়গা থাকলে আর কিছু না লাগাক,
সকলে বাড়িতে একটা করে স্বর্ণচম্পার গাছ লাগাত।
মানুষের পৃথিবী ভ্রমনের ইচ্ছে এত বেশি চাগাড় দিত,
অনেকেই ঠিক আমার মতো আকাশে উড়তে চাইত।
হয় পাখিদের মতো ডানা অথবা ধাতব এরোপ্লেন,
নিজের খুশি মতো একটা ব্যবস্থা ঠিক করে নিতো ।
মানুষের সব স্বপ্ন যদি সত্যি হতো তাহলে নিশ্চয়ই,
প্রিয় মানুষকে মোবাইলের বদলে নখদর্পণে দেখতো।
কিন্তু অনভিপ্রেত কিছু দেখতে হলেই অশান্তি হতো,
কাজে কাজেই মানুষ নিজের স্বপ্নে নিজের খুশিমতো,
নিজের জানাশোনা, আত্মীয়, বন্ধু, স্ত্রী অথবা স্বামী,
সবাইকে একাই নিজের মনমতো তৈরি স্ক্রিপ্ট___ অনুযায়ী অভিনয় করিয়ে পরিচালিত করতে চাইতো,
তার মানে সবার স্বপ্ন সত্যি হলে শুধু ইউক্রেনে নয়,
পৃথিবীর সমস্ত জায়গায় সবসময় যুদ্ধ হতে থাকতো ।
"যুদ্ধ নয় শান্তি চাই" মানুষ হয়তো তখনো বলতো,
কিন্তু সেই যুদ্ধ কি আর কখনো, কোনোদিন থামতো?
নিজের মনের সাথে অনেক সময় যুদ্ধ চলতে থাকে,
কয় জন আর সে সবের খবর রাখতে পারে বা রাখে!
অবসর সময়ে সময় কাটাতে,কেউ পড়াশোনা করলে,
বা গান শুনলে, ভুলতে পারে অযথা চিন্তা ভাবনাকে ।
বিখ্যাত যেসব কবি লিখে গেছেন নানান রকম লেখা,
আমাদের তো উচিত সেসব শোনা কিংবা পড়ে দেখা।
আবৃত্তির পাতায় দিয়েছে সে সুযোগ বাংলা কবিতা !