পাহাড়ি পথ বেয়ে কাঠবেড়ালি এসেছে সমতলে,
আমরা নেউল, জঙ্গল - পাহাড় পছন্দ আমাদেরও,
স্বচ্ছন্দ বেশ আমরা নোনাজলে।
লুকিয়ে থাকি গাছেদের আড়ালে, আড়ালে,
ভেজা মাটিতে আলতো পা ফেলে,
নিঃশব্দে, চুপ করে যাই চলে।
ভেবেছিলাম গেছোই বুঝি আমাদের ভুলে,
আমার শিশুদের আপাতত রেখেছি,
একটেরে ঐ ঘরে যা রয়েছে ভরা জিনিস বাতিলে।
তোমাদের ঘরেও অবশ্য দিয়েছিলাম উঁকি!
ভেবেছিলাম ছানাপোনা দুটো থাকবে নিরাপদে,
স্পষ্ট বলেছো জায়গা হবে না ____। বেরোও !
আমার শিশুদের তাহলে, কোথায় বলো রাখি?
এখন মোবাইলের ক্যামেরায় ছবি তোলার স্বার্থে,
মিষ্টি করে বলছো আমায় পোজ দিতে?
শুনবো কেন তোমার কথা, বলো?
তোমরা ভুলে যাও যে অভিমান রয়েছে আমাদেরও!
আমাদের অবদানের কথা তো গেছোই ভুলে,
জানো কি? সাপে কাটার ওষুধ কি করে পেলে?
কত কাজই তো আমরা তোমাদের জন্যে করি !
সাপের হাত থেকে তোমাদের পাহারা দিই ,
নিজেদের জীবন বিপন্ন করে _____
প্রয়োজনে করি ওদের সাথে লড়াই।
কথাটা একদম একশোভাগ সত্যি, করছিনা বড়াই!
মাঝে মাঝে তোমাদের বাড়ির ইঁদুরও সাবার করি।
মানুষ তোমরা আহ্লাদে পোষো কুকুর,
পারলে আমাদের মাথায় মারো মুগুর!
এমনকি কাঠবেড়ালিকে নিয়েও _____
দেখেছি, তোমাদের কতোই না আদিক্ষেতা !
অথচ দাওনা আমাদের এতটুকুও পাত্তা।
কেন? তা একবার বলোতো দেখি?
কোন্ ক্ষতিটা আমরা করেছি !
আমরা কি তোমাদের আগের জন্মের শত্তুর!