জামাই আদর তুলসীমালা, অথবা খাসা কালোজিরা,
তুলাইপাঞ্জা, বেগুন বীচি, কিংবা হোক গোবিন্দভোগ,
এমন ভালো চাল চাই মায়ের হাতের একটি মুঠি ভরা,
সন্তানের জন্মদিনে কালো গরুর দুধও চাই এক সরা।
অন্ততঃ কিসমিস দিও, কাজু টাজু নাই বা দিলে,
পারলে দুটো তেজপাতা ধুয়ে, দিও তাতে ফেলে ।
ভালো হয়, যদি দাও মিছরি, ঐ চিনিটার বদলে !
খেজুরের গুড় তো দিতেই পারো হাতের কাছে পেলে !
যতগুলো চাল, গুনে গুনে তত বছর পরমায়ু যেন হয়,
মাথায় আশীষ, জীবন হোক পরমান্নের মতো মধুময়।
সুজাতা বুদ্ধদেবকে খেতে দিয়েছিলেন এই পায়েস,
জীবনশক্তিতে ঢরপুর প্রাণ যেন থাকে সদাই সরেস।
বছরের এক একটা দিন হোক সম্পূর্ণ ভাবে সফল,
দুঃখ, বাধা যত আছে, জীবন থেকে দূরে থাক সকল।