আগামীকাল সকাল আটটার কিছু পরে,
অক্ষয় তৃতীয়া তিথি নাকি যাবে ছেড়ে !
সেই কারণেই তবে, আমি আগে ভাগেই,
জন্মদিনের শুভেচ্ছাটুকু আজ জানিয়ে যাই।
হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, পরশুরাম ভাই !
এখন তো আর কঠোর নিয়ম নেই আগের মতন,
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র ছিল ভেদ যেমন।
তাই দেখা যায় না কারো হাতে আজ কুঠার,
তবে এখানে ওখানে চলে কেন যে রিভলভার !
অন্যায় যে করে, আর অন্যায় যে না সয়,
বিরোধ তো এদের মধ্যে হামেশাই লেগে রয়।
সবচেয়ে ভালো, বুঝে অন্যায় না করলেই হয়।
আর যদি ভুল করে হঠাৎ কখনো অন্যায় হয়ে যায়,
তাহলে মাপ চাইলেই, যেন সে ক্ষমা করে দেয়।