শুনতে কঠিন মনে হলেও প্রেমের প্রথম শর্তই ধন। ধন সম্পত্তি না থাকলে, সংসারে অভাব এর অনুপ্রবেশ ঘটলে প্রেম যে জানালা গলে পালিয়ে যায় তা তো শুনেছি সেই ছোটোবেলার ছড়ায়।
"আয় বৃষ্টি ঝেঁপে,ধান দেবো মেপে,ধানের মধ্যে পোকা,জামাইবাবু বোকা" এই সব বলা হয়।


টাকা পয়সা রোজগারের কথা বলেই বোধ হয়,
এই ছড়াটায় জামাইবাবু কে সতর্ক করা হয়।
বোকা হলে চলবে না,সর্বদা সচেষ্ট থাকতে হবে___ করতে নিজের উন্নতি, প্রেমের দ্বিতীয় শর্ত হলো বুদ্ধি।
বোকা প্রেমিকা বা প্রেমিককে করা চলে করুণা ,   জেনে শুনে বোকাকে ভালোবাসা যায় না।


আর প্রেমের তৃতীয় শর্ত হলো ইগো বা অহম্।
এটা যদি বেশি পরিমাণে থাকে প্রেম তবে মনে মনে,
তা প্রকাশ করা হয়ে পড়ে অতি কঠিন।
কাজে কাজেই ঐ ইগো টাকে লালন পালন !
কক্ষনও নয়, ইগোকে বড় না করে প্রথম থেকেই ভালোবাসার খাতিরে তা ত্যাগ করতে হবেই।


এবারে একবার প্রেম রতন ধন পাওয়ার পর,
কেন তা পাল্টে যায়, একরকম আর থাকে না ?
যা দরকার তা হলো অবস্থান ও সংযোগ।
অনেকটা যেন কাঁচির মতন, দুটো অংশ দুরকম।  ওদের অবস্থান পাল্টে দিলে আর তা কাজে আসেনা। তাই তো একটা রিপিট বা স্ক্রু দিয়ে আটকে রাখা।


সেরকমই একটা সম্পর্ক কে আটকানোর ব্যবস্থা, সৃষ্টি করা হয়েছে আমাদের এই মানব সমাজে।
বিবাহ নামক ব্যবস্থাকে যতই অনেকের,
বন্ধন মনে হোক না কেন, বন্ধনের দরকার আছে।
আরেকটা শর্ত হলো ধার বজায় রাখা।
তারমানে লক্ষ্য রাখা, কাঁচিতে যেন মরচে না পড়ে।


প্রয়োজন বুঝলেই ধার কাটাও এর মেশিন নিয়ে ঘোরা লোকটাকে ডেকে ধার দিতে হবে মনে করে।
সবসময় ব্যবহৃত কাঁচিতে যে মরচে সহজে পড়েনা সে তো জানা কথা, এটা সকলেই স্বীকার করে।
যে কোনো সম্পর্কের ধার ঠিক রাখতে_____ প্রয়োজন ভাবের আদান প্রদান।


যা একতরফা কখনও রাখা যায় না।
মনে মনে আমরা যা ভাবি টেলিপ্যাথির কথা,
তা বোঝার মত মন কি সবসময় পাওয়া যায় ! 
যদি যায় তবে তো খুব ভালো কথা।
কিন্তু  মনে মনে ভাবাটাও তো একটা কাজ।
সেটাও তো মনে করে ভাবতে হবে।


প্রেম রতন ধন পেয়ে নিশ্চিন্তে ঘুমোলে চলবেনা। সযত্নে রেখে, ঘুমিয়েও সদা সজাগ থাকা চাই,
তাহলেই আর ভালোবাসা হারাবে না।
কাজে কাজেই জীবনে চলার পথে এ্যাক্টিভ থেকে, সুস্থতা বজায় রাখা সবচেয়ে জরুরী।
সুতারাং বিদায় আলস্য, বিদায় দীর্ঘসূত্রতা!


চিরবিদায় বিদ্বেষ, চিরবিদায় ঐ পরশ্রীকাতরতা।
এসো নিয়মানুবর্তিতা, এসো স্নেহ, মায়া, মমতা !
তোমাদেরই তো আজ সংসারে প্রয়োজন মনে করি।
আমরা বোকা বলেই নিজেদের শোধরাতে চাই না,
পেয়ে গেছি ভেবে ভুলে থাকি, হারালে হা হুতাশ করি।
হারিয়ে খুঁজতে থাকি, সেই প্রেম আর ফিরে পাইনা।