বছর কয়েক আগে পথেই প্রথম দেখেছি পাখিটাকে,
চিনিনা, চলন দেখে লেজ টুং টুং নাম দিই তাকে।
আজকাল বাগানে ওদের দেখা পাই হামেশাই,
টুনটুনির চেয়েও জোর গলায় ওরা গান গায়।
দিনের বেলা ছাতারেদের গল্প স্বল্প তো চলেই,
সাতভাইদেরকেই বোধহয় খঞ্জন বলে, ভাবি তাই।
দোয়েল ও ফিঙেদের গান শোনা যায় সকাল-সন্ধ্যায়।
কিন্তু হঠাৎ, অবাক কান্ড কাল রাত ঠিক দশটায়,
আলোতে ভাসছে গাছপালা ফুটফুটে জোছনায় ।
দুটো ফিঙে নিজেদের মধ্যে যেন করে কবির লড়াই!
এতোটাই মিষ্টি সেই সুর যে, রেকর্ড করতে লোভ হয়।
পা টিপে টিপে ওদের লক্ষ করে একটু এগিয়ে যাই,
ওমা ! অমনি গান‌, কবিতা, কথা সব বন্ধ একদম।
আমার বুক ঢিব ঢিব, ওরা যেন করছে প্রাণায়াম !
হঠাৎ করেই অতি সাহসী লেজ টুং টুং এসে ধমকায়,
যেন বলে ওঠে, ছি ছি ছি! পাখিদের প্রাইভেসি‌ নেই ?
একই সাথে লজ্জ্বা ও নিজের ওপর রাগ, দুটোই হয়,
গুগল সার্চ করে দেখি, এদেরকেই খঞ্জন বলা হয়।