খুব বেশি দিন আগের কথা তো নয়,
মাত্র শ দুয়েক বছর হয় কি না হয়!
টানতো গাড়ি, গরু, মহিষ, ঘোড়া, গাধা, কুকুর,
মহেঞ্জোদারোতেও নিদর্শন মিলেছে গাড়ি গরুর।
তার মানে, হাজার হাজার বছর ধরে,
মানুষ এ ব্যাপারে ছিলো প্রায় আঁধারে।
স্টিম ইঞ্জিন আবিস্কার এর সাথে সাথেই,
গবেষনায় সফল হয়েছেন অনেকেই !
এসে গেল ট্রাম, ট্রেন, বাস, ট্রাক, ডাম্পার,
প্রয়োজন ও শৌখিনতার পার্সোনাল কার !
নৌকার বদলে জাহাজ চলেছে জলে,
উড়োজাহাজে চড়ে মানুষ বিদেশে গেছে চলে ।
দ্রুতগামীতার কারণে অনেক সুবিধে যেমন হয়েছে,
মানুষের অনেকটা সময়ও বেঁচে গিয়েছে !
কে না জানে, "অলস মস্তিষ্ক শয়তানের বাসা" ,
চিন্তা করে করে খেলা গুলো বের করেছে খাসা !
মানুষের জীবনের ঝুঁকি নিয়ে তৈরি রেসিং কার,
যেন হরিণকে চিতাবাঘ করেছে তাড়া, দৌড় দরকার!
"খেয়ে দেয়ে কাজ নেই" টান টান উত্তেজনা চাই !
রেসে হেরে গেলে চলবেনা কিছুতেই, জেতা চাই !
হতেই হবে সেরা, ছুঁতে হবে উন্নতির শিখর,
ইচ্ছাপূরণের তরে তাই, এসেছে এবার রোবোকার!
ড্রাইভার এতে নয় একদম দরকারি !
প্রোগ্ৰামার চালাবেন, একাই চলবে গাড়ি,
কিছু লোকের মাথায় জুয়ার নেশা দেবে চাগাড়,
কেউ ফতুর, আর জমবে কারো ঘরে টাকার পাহাড়।