অবহেলা কিংবা অপমান কোনোটাই আর বেঁধেনা,
"শুধু ভালো থেকো" এর চেয়ে বেশি কিছু যে চাই না।
আত্মসম্মান বোধকে বাঁধা রেখেছি নিয়তির কাছে,
আমার ভালোবাসা আমার কাছে তো একই আছে।
কম‌ কথাই ভালো মনে হয়, যদি ভুল বোঝো পাছে !
আমাকে আর দুঃখ দিতে যেমন তুমি নাকি চাও না,
তোমাকে দুঃখ দেবার কথা আমি দুঃস্বপ্নেও ভাবি না।
মনকষাকষি, ঝগড়াঝাঁটি, অশান্তি ভালো কথা নয়,
তার চেয়ে মনে মনে ভালোবাসা শ্রেয় বলে মনে হয় ।
হৃদয় ফাঁকা রাখতে নেই, থাকে জবরদখলের ভয়,
অন্ততঃ একটি নাম তাই, হৃদয়ে লিখে রাখতে হয়।
জপ করি গুনে গুনে, কিংবা হোক না তা অজপা___
নাইবা দেখা হলো এই জীবনে সাপের পাঁচ পা !
তীক্ষ্ণ নখের ঐ ধার কে ভয় করে না কোন ক্ষ্যাপা ?