যদি মেঘ পাওয়া যায় যখন তখন চাইলেই,
তাহলে কিন্তু মেঘের কদর কমে যাবেই !
না চাইতেই ভেসে আসা মেঘ থেকে একফোঁটা জল,
অমৃত সে তো চাতকের কাছে, সে যে সাধনার ফল।


ভূগোলে চেরাপুঞ্জি,"ধন ধান্যে পুস্পে ভরা" গান,
পুঞ্জ কথাটার মানে তাই বুঝেছে আমার এই মন।
মেঘের আলয়ে পুঞ্জ পুঞ্জ মেঘ তো থাকবেই।
মেঘেদের দেশে বৃষ্টি তো একটু বেশি হবেই।


এবারে ভাবনা জায়গার নাম চেরাপুঞ্জি কেন !
মেঘ চিরে অথবা ছিঁড়ে ছিড়ে বৃষ্টি হয় জন্যে ?
চেরা নয়, কথাটা নাকি সেহরা।
সেহরা মানে নাকি কমলালেবু_____


অনেকের কাছেই কমলালেবু ফলের মধ্যে সেরা।
সুন্দর রঙ ও সুগন্ধ, সুমিষ্ট রস, ভালোবাসি আমরা।
কোয়া ছাড়িয়ে পুচকি রসের পুঁটুলিও খাওয়া যায়,
এখন শিশুদের অপচয় করার মত সময় কোথায় !