কত দূরে আছো তা ভেবে আর কি হবে !
জানি আমি আছো তো এই পৃথিবীতেই,
মনটা তোমার এই মনের কাছে থাকলেই চলবে।
পৃথিবী থেকে চাঁদ, থাকে তো যোজন যোজন দূরে,
তবুও কিন্তু সে এই পৃথিবীর চারিদিকেই ঘোরে।
একটি অদৃশ্য টানে যেমন আছে ওরা বাঁধা,
বন্ধুর ভালোবাসার টানের একটা সূতোই যথেষ্ট,
মনটা যেন থাকে নিষ্কলুষ, ঠিক এমনই সাদা।
কাছে এলেই থাকে নানারকম অশান্তির আশঙ্কা,
ঝগড়াঝাঁটি, আড়ি, সে যেন এক বিভীষিকা !
সুখের চেয়ে স্বস্তি ভালো, আমার তো চাই আলো,
সূর্য হোক কিংবা চাঁদ, কি বা তাতে এলো গেলো !
যেখানে আছো, সেখানেই শুধু থেকো ভালো,
মনের কাছে থেকো, আরো দূরে না গেলেই হলো।