পাঠ্য বইয়ের নকশি কাঁথার মাঠের কথা, মনে পড়ে,
হৃদয়ের সাথে পরিচয় ! সে তো আরো বহুদিন পরে,
বাঁ পায়ের বুড়ো আঙ্গুলকে আগে ভালোবেসেছে মন।
কাজে কাজেই হামেশাই পেতো ও যে মোর চুম্বন,
বিশেষ করে যখন বন্ধ হলো আমার মাতৃদুগ্ধ পান।
না চাইতেই আমার আদর পেতো হামেশাই অকারণ !
এখন সে আমার মনের থেকে দূরে, নাগালের বাইরে,
ঠিক সময়ে পেডিকিওর করাটাও হয়ে ওঠেনা____
নখে নেলপলিশ পরার কথা মনে পড়ে, পরা হয়না,
আলস্য ঘিরে ধরে, নেলপালিশ কেঁদে কেঁদে মরে !
দুঃখ ওদের জমে জমে কাঠ হবার সুযোগ পায়না !
এক বছরেও একটা নেলপালিশের শিশি শেষ হয়না।
দুর্গা পূজোর আগে পুরোনো শিশিটা বিদায় না হতেই, নতুন আরেকটি চকচকে নেলপালিশ আসে যে ঘরে।