জনক মানে আজ সবাই জানে, হে মোর পিতা !
আমিই সেই রাজকন্যা উর্মিলা, জনক দুহিতা।
আপনার কাছে আদর, যত্ন পেয়েছিলেন সীতা!
আমিও ভুলেছি, দিদিভাই যে ছিলেন পালিতা,
সকলেই মানেন উনি যে সতী, পতিব্রতা।
কবি বাল্মিকী, পতি লক্ষ্মণ, আমায় করেছেন হেলা,
আমি এক উপেক্ষিতা নারী, অবহেলিতা ঊর্মিলা।
শ্বশুর গৃহের যত আত্মীয় স্বজনের সেবা,
আমি ছাড়া সেসব করবে আর কে বা ?
কে ভেবেছে আমার কথা, কিংবা মন !
পতির সাথে যেতে পারিনি আমি বন।
অশ্রু জমে জমে হয়েছিলো যেন হিম___
শোক ভুলতে ঘুমিয়েছি পতির ভাগেরও ঘুম,
পতিকে আমার, নিতে তো পারেনি যম !