না, না, না, না, কোনো জোকারের মুখ দেখে,
বা, তার কাণ্ড কারখানাতে আমার হাসি পায় না।
ছোটোবেলা থেকেই জোকার কে আমার ভীষণ ভয়,
নিদারুণ এক অজানা ভয়, যেন গ্ৰাস করে আমায়।
ছোটোবেলাকার সার্কাসের বাঘ, সিংহ, হাতি, বানর,
কোনো প্রানীকেই কিন্তু তেমন ভয় ছিল না আমার ।
জাগলারদেরও তো লেগেছিল ভালো বেশ,
ট্রাপিজের খেলা দেখে হয়ে গিয়েছিলাম বশ।
কিন্তু যখনই একটা দুটো জোকার এলো,
হাসতে হাসতে অনেক কেরামতি দেখাল,
দর্শক আসন থেকে প্রচুর হাততালিরও শব্দ এলো !
কিন্তু অজান্তেই আমার ভুরু দুটো গেল কুঁচকে,
সাথে একটু কষ্টও,ওদের এমন বামন বানালো কে ?
মনে হলো ওদের হাসির আড়ালে লুকিয়ে আছে,
খুব গম্ভীর, নৃশংস, আর হিংসুটে কোনো দুঃখি মন,
জোকার থেকে দূরে পালাতে চাই,ওরা কেন এমন ?