শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন চি !
মনে পড়ে তারার পানে চেয়ে প্রাচ্যের সাধুজি,
পথ খুঁজে খুঁজে ওঁরা কয়েক জন চলেছেন সেথা ।
"রাজা কোথায় জন্মেছেন ?" ভাবেন মনে সে কথা!
কে যেন পথেই তাঁদের বেথেলহেমের পথ দেখায়।
ভেড়াদের খাবারের গামলায় শিশুটি আলো ছড়ায়,
কোনো সাধারণ আলো সে নয়, ও যে পবিত্র  অরা !
"চি" বলেই তাঁকে চিনে যান তৎক্ষনাৎ তাঁরা।
বাইশ তম গ্ৰিক "চি" এক্স অক্ষরের মত দেখতে,
ক্রিসমাস নামটি হয়েছে এভাবেই, পেরেছি জানতে।
বড়দিন মানেই সকলের কাছেই একটি ছুটির দিন,
বড়দিনে কেক খেয়ে যেন খুশি হয় সকলের মন ।
মহান যিশুর কারণে প্রচুর লোক এক ছাতার তলায়,
আজও সকলেই মনে মনে হ্যাপি বার্থডে গান গায়।