কবিতা টা ভাল হল কিনা জানি না।সমালোচনা চাই।
************


চাঁপা গাঁদা আঁখি মেলি’ চায় ওই রক্ত গোলাপের পানে—
ফুটে আছে বাগানের এক কোণেতে মাথা উঁচু করি’—
মায়াময় ছোটো ছোটো ধরাসংসারের বাঁধন সুতা ধরি’;
এই যে ধরার বিশাল মানববাগানে!
সে সুধায় তাঁহারে ঈর্ষায় “ফুলের কুলে তুমি নাম তো ঢের
পেয়েছো সখী—যদিও তোমার লাবণ্য লাস্যময়ী রূপে
আছে বেদনার ওই গোলাপ কাঁটা!
তবুও তোমাতেই মজে পাষাণ প্রিয়ের চঞ্চল মন;-
তোমার রূপের বাহারেই করে প্রেম নিবেদন ৷”
গোলাপ হাসি’ কয় “গোলাপ কাঁটা—ওরা আমার বেদনা নয়!
ওরা আমার এ রূপ বাঁচায় দিয়ে মন প্রাণ,
পীড়াদায়ক হ’য়ে কিছু মত্ত ধর্ষকের কাছে—
যারা জন্তুর মত কামড়ে রক্তাক্ত করে আমার
এ কোমল পবিত্র সাজানো পাপড়ির জান্ ;
মাতাল হ'য়ে করে এ মধু পান
জ্বলে পুড়ে মরে তারাই কামনার মোহনায়!
আর ভালোবাসার প্রতি ওরা ধীর ও মোহময়!”
             ***********
                   *****
                       *