ছাত্র নবীন কবিতার


আমি একা একা বসে পড়ি
কবিদের যত কবিতা
কঠিন শব্দের কবিতা
সরল শব্দের কবিতা।


কতক বা বুঝি আবার
কতক উড়ে যায় বাতাসে
পড়ি বসে কবিদের কবিতা
ঝিলমিল তারাভরা আকাশে।


আপন মনের ভাষায় খুঁজি
কল্পতরুর কল্পনা
যেমনি আসে তেমনি সাজি
মনের সুখে আলপনা।


সূত্র আমার একই মিত্র
সৃষ্টি সুখের কল্পনা।
গন্ডি আমার নেই তো জানা
নাইকো  কোন জল্পনা।


ভালোবাসি তাই সবাই বলে
মনের সুখেই ভাসি।
মনের কথার রূপ দিতে চাই
কলম তুলেই হাসি।


ছাপুক কিংবা নাইবা ছাপুক
লিখব আমি উজাড় করে।
কবি হওয়া কি সহজ কথা
শ্রোতার যদি মন না ধরে?


ভালোবাসা ভালোলাগাই হোক
আমার পুরস্কার।
আলোচনাই তোমার হোক মোর
সখা, পথ চলার।


দিও ঠাঁই অবহেলা ভরে
আমি এক ছাত্র নবীন কবিতার
শব্দ খুঁজি আমি ভারি যত
শব্দকোষের  শেষ পাতার।


বোকা আমি এক নবীন কবি
পাকা চালাক শ্রোতা খুঁজি
শ্রোতার কাঁধেই লাফিয়ে উঠি
মনের সুখে গোবর গুঁজী।


পড়ি বসে কবিদের কবিতা
মনের সুখেই লিখি।
স্বপ্নকলি মনে উঠলে জাগি
খাতায় ধরে রাখি।


পিকলু চন্দ
০৮.০৭.২০২০
(কবিতার  নবম স্তবক আমার কোন এক সবজান্তা জ্ঞানী কবি বন্ধুর প্রেরণায় লিখা। তাই কবিতার স্তবক উনার প্রতি সমর্পিত রইল) (কবিতার আলোচনা সমালোচনার জন্য সুস্বাগতম কিন্তু যদি কেউ ব্যক্তিগতভাবে কটাক্ষ করে তা হয়তো সভ্যতার নিরিখে  শোভা পায় না। কবিতার প্রতি ভালোবাসার টানে কবিতা লেখা কোন কম্পিটিশনে ভাগ নেওয়ার জন্য নয়। এটা আমার নিতান্তই ব্যক্তিগত মত অন্য কারো মত ভিন্ন হতেই পারে। কটু ভাষার জন্য ব্যক্তিগতভাবে ক্ষমা করে দেবেন।)