গন্তব্যের নতুন আলয়ে


ভাবি পৃথিবী কি সত্যিই বেঁচে থাকবে
সেই কলতান আবার কি শুনতে পাবে!
দেখা যাবে কি চেনা দৃশ্য কচিকাঁচাদের
হৈ- চৈ - এ মুখরিত ওই বাহারি সুরের!
কোয়ারান্টাইন রূপি সে ঐ স্কুল গুলি
হয়তো তাই হবে, খুলবে স্কুল গুলি।
ফিরবে কি মানুষ মানুষের ভালোবাসা
ফিরে কি আসবে আগের সেই ভরসা!
মনে হয় পৃথিবীটা যেন ঘড়ি হয়ে আছে
মানুষের স্বপ্ন বোঝা নিয়ে বেঁচে আছে।
কোন অজানা সে এক  গন্তব্যের পথে
দিন মাস কত বছর নিজের অক্ষপথে!
আমি যদি পারতাম মুক্ত করে দিতে
জীবনের গণ্ডিকে নিয়মের হাত হতে।
জীবনটাকে ভাসিয়ে দিতে পারতাম
লিখে দিয়ে মোহর ছেপে- দীর্ঘ বিশ্রাম!
স্রোতস্বিনী গঙ্গার ধারায় বয়ে বয়ে
জীবনের গন্তব্যের নতুন আলোয়ে !


পিকলু চন্দ
০৭.০৫.২০২০