কাটছে শুধুই দিনগুলি


বন্দি করে রাখলে আমায়
গাইলে যে গান সংগোপনে,
ছিন্ন বাঁধন রইল পড়ি
চাইলে না ফিরে মুখের পানে।


রিক্ত হাতের আগোষ মেলি
সকল প্রাণের বাঁধন ভুলি
সুখের মাঝে করুন হাসি
মুক্ত যেথায় আশার ঝুলি।


গানের সুরে বইছে বায়ু
ঝড়ের মাঝেই পাল তুলি
বৃথা গেল আমার সকাল বেলা
কাঁটছে শুধুই দিনগুলি।


রাতের আঁধার সৃজন সুখে
চাঁদের পাশে মেঘের ছায়া
কিসের খোঁজে কাগজ ফাঁকা
কল্পনা সব, কিসের মায়া!


দাওয়ায় বসে ছবি আঁকি
পরের বোঝা নিয়েই আছি
চেষ্টা আমার বৃথাই গেল
সৃষ্টি সুখের আশায় বাঁচি।


ফেরার দায়ে নাইকো তাড়া
নিথর দেহ, বিফল প্রয়াস,
কাটছে শুধুই দিনগুলি
শ্মশান মাঝে প্রাণের বাস।


পিকলু চন্দ
০১.০৭.২০২০