সূর্যালোকে ঝরে পড়ে প্রশ্ন,
মৃদু বাতাসে ফিসফিস করে বসন্ত,
"কবে ফুটবে প্রথম মাধবী?"

গাছের ডালে বসে একা পাখি,
গুনগুন করে জিজ্ঞাসা করে,
"কবে ফিরবে তার সঙ্গী?"

আকাশের ঝরনা ঝরে নদীর বুকে,
নদী বয়ে বয়ে প্রশ্ন করে,
"এত জল, কোথায় যায় শেষে?"

শহরের গলির অন্ধকারে,
কেউ একজন হাত বাড়িয়ে জানতে চায়,
"আমি কি কখনো সুখ পাব?"

মাটির ঘরে বসে, উষ্কখুষ্ক চুলের ঠাকুরমা,
ঈশ্বরকে জিজ্ঞাসা করেন,
"আমার ছেলে কি ফিরবে?"

অসুস্থ শিশু চোখে জল নিয়ে জানতে চায়,
"মা, আমি কি আর সুস্থ হব না?"

***

প্রশ্নেরা ভাসে বাতাসে,
মিশে যায় মেঘের সঙ্গে,
ডুবে যায় সমুদ্রের গভীরে।

কোনো উত্তর নেই,
কেবল সূর্যালোক ঝরে ঝরে পড়ে।

কিন্তু সেই সূর্যালোকেই ফোটে লাল গোলাপ,
গান গায় শালিক,
সিংহাসনে বসে রাজা।

সেই সূর্যালোকেই ঝরে পড়ে কুয়াশা,
ভেঙে যায় অন্ধকার,
জ্বলে ওঠে আশা।

হয়তো প্রশ্নের কোনো উত্তর নেই,
কিন্তু প্রেমই সব প্রশ্নের জবাব।

***

প্রেম ফোটে মাধবীর মুকুলে,
ফিরে আসে পাখি,
মিশে যায় নদীর জল সমুদ্রে।

প্রেম জ্বলে শহরের গলিতে,
আশীর্বাদ নিয়ে ফিরে ছেলে,
আর সুস্থ হয়ে ওঠে শিশু।

সূর্যালোকে ঝরানো প্রশ্নেরা
হয়তো কোনোদিন মিটবে না,

কিন্তু প্রেমের আলোয় সেই প্রশ্নেরা
হয়ে ওঠে গান,
হয়ে ওঠে আশা,
হয়ে ওঠে জীবন।

প্রেমই সব প্রশ্নের জবাব,
প্রেমই জীবনের শ্রেষ্ঠ সুর।