নীল সাগরের ভেলায় ভেলায়
কাশফুলেরই মেলায় মেলায়
ছোট্টবেলার হাসি খেলায়
রয়েছে লুকোচুরি...

প্রাণ মাতান খোলা হাওয়ায়
জাগছে আশা দিনের বেলায়
সান্ধ্যরাগের ঊর্মি দোলায়
করছে মনচুরি...

রাঙা আলোর গোধূলি বেলায়
ডাক দিয়ে যায় পাখনা মেলায়
ধানের শীষে দোলায় দোলায়
লাগছে মাধুরি...