শুভ জন্মদিন এসো হে পঁচিশে বৈশাখ  
কবিপ্রণাম  ও আমার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শুভ জন্মদিন পঁচিশে বৈশাখে
কবিগুরু লহ প্রণাম,
বিশ্বকবি তুমি দিকে দিকে শুনি
বিশ্বজয়ী তব নাম।


তুমি বিশ্বকবি কবিশ্রেষ্ঠ রবি
তুমি কবি বসুধায়,
তব বন্দনায় তরুর শাখায়
নিত্য পিকদল গায়।


হে কবিপ্রতীম তুমি কবিগুরু
লিখিলে কবিতা কত,
তোমার কবিতা ধরার সবিতা
জ্বলে ওঠে অবিরত।


বিশ্বকবি তুমি তোমারে প্রণমি
তুমি যে কবির সেরা,
তোমার গৌরবে গর্বিত সকলে
প্রণাম জানাই মোরা।


প্রণাম তোমায় হে কবি মহান
তুমি যে প্রাণের কবি,
ভালবাসা দিয়ে বেঁধেছো সবারে
তুমি যে প্রভাত রবি।


পঁচিশে বৈশাখে হেরি তরুশাখে
পাখিদের কলরবে,
শুভ জন্মদিন বাজিতেছে বীন
রইবে কবি নীরবে।


তুমি বিশ্বকবি তোমারে প্রণমি
কবিগুরু রবিঠাকুর,
লিখিলে যে কত কাব্য গীতিমালা
দিলে সুমধুর সুর।


বিশ্বকবি তুমি তুমি কবিগুরু
দেশে দেশে তব নাম,
নোবেল বিজয়ী হে কবি মহান
তোমারে জানাই প্রণাম।


এ বিশ্ব মাঝারে দিলে সবাকারে
হৃদয়ের ভালবাসা,
তোমারে লভিয়া ধন্য বিশ্ববাসী
জাগে নব নব আশা।


হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রীষ্টান
জাতি ধর্ম নির্বিশেষে,
রাখী উত্সবে দিলে বাঁধি রাখী
সবাকারে ভালবেসে।


এই ভারতের মহা মানবের
সাগরের তীরে কবি,
জাতিভেদ ভুলে মাতিল সকলে
মহা মিলনের ছবি।


মানুষেরে তুমি ভালবাসা দিয়ে
করিলে হৃদয় জয়,
বিশ্বের কবি তুমি কবিগুরু
তোমার হউক জয়।


ওই যে আসিছে ভৈরব হরষে
এসো পঁচিশে বৈশাখ,
মোহ কালিমা সব দূরে যাক
মিলে যাক মিশে যাক।


দিনে দিনে কত লিখিলে কবিতা
কত কাব্য কত গান,
বিশ্বকবি তুমি  হে রবি ঠাকুর
জানাই কবি প্রণাম।