গাঁয়ের ছায়া মাটির মায়া... মা মাটি মানুষের ভালবাসা
আমার গাঁ আমার মা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোট ঘর দূরে অজয়ের চর
এই গ্রাম সুখ শান্তি ধাম,
এই গ্রাম মা আমার সর্বশ্রেষ্ঠ বসুধার
মাটিমাকে জানাই প্রণাম।


গায়ে আছে ছোট দিঘি জল করে ঝিকিমিকি
দিঘি জল করে ঝলমল,
দীঘি পারে আছে গাছ জলে ভাসে রুইমাছ
হাঁসগুলি করে কোলাহল।


রাঙা পথে সারি সারি দ্রুত বেগে ধায় গাড়ি
পার হয় সোনাডাঙ্গা মাঠ,
সরানের লাল ধূলো দৌড়ে চলে গরুগুলো
এসে থামে অজয়ের ঘাট।


অজয় নদীর মাঝি কুলে আনে তৈরি আজি
পার করে সারাবেলা,
অজয়ের নদী চরে সোনালী কিরণ ঝরে
শেষ হয় দিবসের খেলা।


সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
চাঁদ উঠে আকাশের গায়,
সুখ শান্তি ভালবাসা গাঁয়ে জাগে নব আশা
লক্ষ্মণ লিখিল কবিতায়।