গাঁয়ের ছায়া মাটির মায়া... মা মাটি মানুষের ভালবাসা
আমার গাঁ আমার মা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে বাঁশবন আছে বাঁয়ে
তরুছায়ে ছোট ছোট ঘর,
কাজল দিঘির কাছে পাখি নাচে গাছে গাছে
কিচিমিচি ডাকে নিরন্তর।


রাঙাপথে সারি সারি খেজুর তাল সুপারি
ছায়াঘেরা গ্রামটি আমার,
পথে চলে গরুগাড়ি দূর গাঁয়ে দেয় পাড়ি
ধান মাঠ আছে চারিধার।


আঁকা বাঁকা মেঠোপথে জল আনে নদী হতে
গাঁয়ের বধূরা আসে ঘরে,
কাঁখেতে কলসী নিয়ে ঘোমটা মাথায় দিয়ে
রাঙাবধূ লাজে যায় মরে।


ছাড়িয়া সবুজ মাঠ সোজা অজয়ের ঘাট
যাত্রীদল আসে দলে দলে,
অজয় নদীর মাঝি যাত্রীদল নিয়ে আজি
তরী ভাসে অজয়ের জলে।


যবে সাঁঝের সময় খেয়াপার বন্ধ হয়
নদীর ঘাট হয় নির্জন,
সাঁঝের আঁধার নামে জ্বলে দীপ দূরগ্রামে
কবিতায় লিখিল লক্ষ্মণ।