গাঁয়ের ছায়া মাটির মায়া... মা মাটি মানুষের ভালবাসা
আমার গাঁ আমার মা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছায়াঘেরা মোর গাঁয়ে শীতল তরুর ছায়ে
ছোট ছোট মাটির কুটির,
রাঙাপথে গরুগাড়ি নদীঘাটে দেয় পাড়ি
দূরে আছে অজয়ের তীর।


সবুজ তরুর শাখে পাখি কিচিমিচি ডাকে
দূরে বাঁশি বাজায় রাখাল,
রাঙাপথে দুই ধারে ধানমাঠ সারে সারে
ডাঙায় চরে গরুর পাল।


নদীর ঘাটের কাছে পাখি নাচে বটগাছে
কূলে তরী আনে খেয়ামাঝি,
হাটুরে মাথায় বোঝা নিয়ে আসে হাটে সোজা
নদীতটে হাট বসে আজি।


নদীঘাটে পড়ে বেলা শেষ দিবসের খেলা
দিনশেষে ভেঙে যায় হাট,
পাখিরা বাসায় ফেরে হাটুরেরা যায় ঘরে
জনহীন অজয়ের ঘাট।


অজয়ের নদীচরে সন্ধ্যায় জোছনা ঝরে
দূরে কারা মাদল বাজায়,
পূর্ণিমার চাঁদ উঠে গগনেতে তারা ফুটে
লিখিল লক্ষ্মণ কবিতায়।