অবিরাম জল ঝরে নাহিক বিরাম,
শ্রাবণে বাদল ধারা ঝরে অবিশ্রাম।
পথেঘাটে জলকাদা হয়েছে পিছল,
কালমেঘ গুরু গুরু ডাকে অবিরল।


বিজুলি হাসিছে হেরি আকাশের পারে,
ডাক ছাড়ে রাঙী গাই পুকুরের পাড়ে।
অবিরত জল ঝরে পথে জমে জল,
মাঠ হতে ঘরে ফেরে কৃষকের দল।


ওপারে বাদল নামে ঘাটে নাই মাঝি,
বন্ধ খেয়া নদীকূলে কেউ নাই আজি।
শ্রাবণ বাদল দিনে কূলে নাই কেউ,
অজয়েতে উঠে মেতে কূলভাঙা ঢেউ।


অবিরাম জল ঝরে অঝোর ধারায়,
শ্রাবণে জলধারায়, ধরা ভেসে যায়।