অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে ধান কাটা হলে,
ধান কেটে আঁটি বেঁধে ঘরে নিয়ে চলে।
রাঙাপথে গরুগাড়ি চলে তাড়াতাড়ি,
ধান নিযে চাষীভাই চলে নিজ বাড়ি।


নয়ন দিঘির জলে মরালেরা খেলে,
উড়ে আসে পানকৌড়ি পাখাদুটি মেলে।
দুই পাড়ে তালগাছ কালো তার জল,
গাছে গাছে পাখি সব করে কোলাহল।


অঘ্রানে চাষীর গোলা ভরা আছে ধান,
চাষীর মুখেতে হাসি উল্লাসিত প্রাণ।
নবান্ন উত্সব হয প্রতি ঘরে ঘরে,
নতুন চালের পিঠে খেয়ে মন ভরে।


অঘ্রানে ধানের খেতে সূর্য অস্ত যায়,
দিবসের শেষে রবি আলোক লুকায়।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
কল কল বহে নদী সারা রাত ধরে