অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে ধানে আছে ভরে,
ধান শীষে রোদ পড়ে কিবা শোভা ধরে।
কাস্তে হাতে চাষী আসে কাটে রোজ ধান,
ধান কেটে বাড়ি ফেরে দিবা অবসান।


অজয়ের খেয়াঘাটে মাঝি খেয়া বায়,
ডিঙি বেঁধে গাঁয়ে ফেরে সাঁঝের বেলায়।
উত্তরে হাওয়া বয়, আসে গরুগাড়ি,
নদীজল সুশীতল শীত লাগে ভারি।


সাঁঝের সানাই বাজে দূরে কোথা থেকে,
পথে কত লোক চলে বোঝা কাঁধে রেখে।
দিন শেষে সন্ধ্যা নামে আমাদের গাঁয়ে,
মাঝ রাতে চাঁদ উঠে শাল বন বাঁয়ে।


অঘ্রানে ধানের খেতে জোনাকিরা জ্বলে,
পূবদিক রাঙা হয়, রোজ ভোর হলে।
গাছে গাছে গাহে পাখি পূবে রবি উঠে,
ফুল বনে ফুল কলি লাল হয়ে ফুটে।