অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে নতুন ধান পায়েস রন্ধন,
ঘরে ঘরে নবান্নের হয় আয়োজন।
নতুন আখের গুড় এই মাসে হয়,
নতুন চালের পিঠে খেলে পেটে সয়।


সকালের সোনারোদ আঙিনায় ঝরে,
নবান্নের উত্সব প্রতি ঘরে ঘরে।
খেজুরের রস আর নলেনের গুড়,
বাতাসে গুড়ের গন্ধ স্বাদে ভরপুর।


অঘ্রানে ধানের খেতে চাষী ধান কাটে,
রাখাল বাজায় বাঁশি, অজয়ের ঘাটে।
আর পারে তালবন, খেজুরের গাছে,
নতুন মাটির ভাঁড় গাছে বাঁধা আছে।


ধান কেটে আসে চাষী সাঁঝের বেলায়,
চাঁদ উঠে তারা ফুটে আকাশের গাঁয়,
জোছনায় নদীজল ঝলমল করে,
কল কল বহে নদী সারারাত ধরে।