গাঁয়ের পাশে অজয় নদী
সেই নদীর পথের বাঁকে,
শালিক পাখি দলে দলে
উড়ে রোজ ঝাঁকে ঝাঁকে।


কভুবা আসে ময়না টিয়া
বসে নদীর বালির চরে,
দূরে রাখাল বাজায় বাঁশি
বাঁশির সুরে হৃদয় ভরে।


গাঁয়ের মাঝি নদীর জলে
নৌকা ভাসায় যাত্রী নিয়ে,
গাঁয়ের বধূ নাইতে আসে
রাঙা মাটির ঐ পথ দিয়ে।


শাল পিয়ালের বনে বনে
পাখিরা গায় গাছে গাছে,
সাঁওতালীরা মাদল বাজায়
তালে তালে হৃদয় নাচে।


গামছা পরে সিনান করে
ছেলেরা সব নদীর ঘাটে,
নদীর ধারে ধানের খেতে
চাষীরা সবাই ধান কাটে।


দিনশেষে লাল সূর্যি ডোবে
অজয় নদীর ঐ কিনারায়,
বনের ধারে আলোক লুকায়
সাঁঝের আধার নামে গাঁয়।