অজয়ের জল ...................বহে কল কল
হিমেল পরশ লাগে (দ্বিতীয় পর্ব)
কলমে–কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্ত আসিল পরশ লাগিল
হিমেল হাওয়া বয়,
পূবে সোনা রবি আঁকে লাল ছবি
বহিছে নদী অজয়।


অজয়ের বাঁকে শাল তরু থাকে
পাখিদের কোলাহল,
অজয়ের চরে সারাদিন ধরে
উড়ে শালিকের দল।


আজ নদীঘাটে সবে আসে হাটে
নদীঘাটে জমে ভিড়,
বেচাকেনা সেরে সবে ঘরে ফেরে
শূণ্য হয় নদীতীর।


সাঁঝের আঁধার জমে চারিধার
আকাশেতে চাঁদ উঠে,
সুনীল আকাশে পূর্ণ চাঁদ হাসে
লক্ষ লক্ষ তারা ফুটে।