অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (প্রথম পর্ব )
কলমে: লক্ষ্মণ ভাণ্ডারী


বইছে অজয় নদী
                    গ্রাম সীমানায়,
দিবানিশি জলধারা
                    বয়ে চলে যায়।
ধানকাটা হলো সারা
অজয়ের জল ধারা
বইছে পাগল পারা
                     আপন ধারায়।
গগনেতে শঙ্খচিল
                    উড়িয়া বেড়ায়।
বইছে অজয় নদী
                    গ্রাম সীমানায়।
          

নদীতটে বটগাছে
                   পাখিদের বাসা,
দূরে মাঠে দলে দলে
                   ধান কাটে চাষা।
অজয় নদীর চরে
দেখি সারাদিন ধরে
সাঁওতাল দলে দলে
                     বাজায় ধামসা।
স্নান করে দেখি কেহ
                    ছড়ায় বাতাসা।
মাঠে মাঠে দলে দলে
                   ধান কাটে চাষা।



সন্ধ্যা নামে দূরগ্রামে
                   ধূপ দীপ জ্বলে,
সাঁঝের আঁধার নামে
                   অজয়ের জলে।
পূর্ণিমার চাঁদ উঠে
অজস্র তারারা ফুটে
জোছনায় ফুটফুটে
                    নদী বয়ে চলে।
সারারাতি আনমনে
                   কত কথা বলে।
আপন খেয়ালে নদী
                    শুধু বয়ে চলে।