অজয় তটিনী বয় ....কবিতায় কথা কয়
কবিতা অজয় নদীর ধারা (দশম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর তীরে প্রভাত পাখিরা নীড়ে
কিচিমিচি করে কোলাহল,
অজয় নদীর বাঁকে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে
বনটিয়া শালিকের দল।

আসে দূর গ্রাম হতে সারি সারি রাঙাপথে
ধানের বোঝাই গরুগাড়ি,
নদীঘাট পার হয়ে বাঁয়ে দেখি বাঁক লয়ে
সোজা দূর গ্রামে দেয় পাড়ি।

যাত্রীসব দলে দলে পার হয় নদীজলে
পায়ে হেঁটে ওই পারে যায়,
নদীর বালির চরে শালিকেরা খেলা করে
দূরে কাশবন শোভা পায়।

দিবসের অবসানে রবি পশ্চিমের পানে
পড়ে ঢলে দিগন্ত সীমায়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি আঁকিল নদীর ছবি
লিখে কবি তার কবিতায়।