অজয় তটিনী বয় ....কবিতায় কথা কয়
কবিতা অজয় নদীর ধারা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদীচরে সোনালী কিরণ ঝরে
রাঙা রবি কিরণ ছড়ায়,
হাতে লয়ে একতারা কেহবা লয় দোতারা
বাউলেরা সুরে গান গায়।
সারি সারি গরুগাড়ি দূর গাঁয়ে দেয় পাড়ি
নদীজলে হয়ে যায় পার,
যাত্রীসব দলে দলে পার হয় নদীজলে
কাশফুলে ভরা চারিধার।
অজয়ের নদীতটে প্রাচীন বিশাল বটে
বাসা বাঁধে আসি নানা পাখি,
রজনী প্রভাত হয় শীতল সমীর বয়
কোকিল উঠিল কুহু ডাকি।
বসিয়া বালির চরে মাছরাঙা মাছ ধরে
বলাকারা উড়ে সারি সারি,
নদীর ঘাটের শেষে রাঙাপথ আসি মেশে
সারি সারি তাল ও সুপারি।
সূর্য বসিল পাটে অজয় নদীর ঘাটে
ধীরে ধীরে নামিল আঁধার,
কবি লক্ষ্মণ ভাণ্ডারী ছন্দ কাব্যের কাণ্ডারী
লিখে কবি কবিতায় তার।