অজয় নদীর ঘাট..... রবিবারে বসে হাট
অজয় নদীর কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নদী ঘাটে রবি উঠে নতুন সকাল,
গরু নিয়ে পার হয় গাঁয়ের রাখাল।
রাঙাপথ ধরে আসে কত গরুগাড়ি,
নদী পার হয়ে যায় রাঙাপথ ছাড়ি।


পাড়ার বধূরা আসে রাঙাপথ ধরে,
জল নিয়ে বধূসব চলে নিজ ঘরে।
অজয় নদীর বাঁকে আছে শালবন,
মাদল বাজায় কারা ভরে উঠে মন।


নদীতটে আছে এক মুদির দোকান,
চালডাল তেলনুন আর বেচে পান।
সারাদিন বেচাকেনা সাঁঝের বেলায়,
বন্ধ করে দীনু মুদি ঘরে চলে যায়।


সাঁঝ হলে জ্বলে দীপ নামে অন্ধকার,
জোনাকিরা তরুশাখে জ্বলে চারিধার।
কুলু কুলু বয়ে চলে তটিনী অজয়,
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কবিতায় কয়।