অজয় নদীর ঘাট..... রবিবারে বসে হাট
অজয় নদীর কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর ধারে আছে শাল বন,
তরুশাখে পাখি গায় ভরে উঠে মন।
নদী আপনার বেগে শুধু বয়ে চলে,
সোনালী কিরণ ঝরে অজয়ের জলে।


অজয়ের নদীঘাটে রবি পূবে উঠে,
রাঙাপথে দ্রুতবেগে গরুগাড়ি ছুটে।
সারি সারি গরুগাড়ি ঘাটে এসে থামে,
গাড়ি হতে ধীরে ধীরে নব-বধূ নামে।


বাঁশি নিয়ে ঘাট চলে গাঁয়ের রাখাল,
নদী ঘাটে পার হয় নিয়ে গরুপাল।
যাত্রীদল সারাদিন নদী হয় পার,
সুর্যি ডুবে ঘাটে নামে সাঁঝের আঁধার।


তৃতীয়ার চাঁদ উঠে অজয়ের চরে,
জোছনায় নদীজল ঝিলমিল করে।
রাত কাটে ভোর হয় সমীরণ বয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি কবিতায় কয়।