অজয় নদীর কাছে.... পাখি ডাকে গাছে গাছে
অজয় নদীর কবিতা (চতুর্থ পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীচরে সোনালী কিরণ ঝরে
পূবে হাসে অরুণ তপন,
বসিয়া তরুর শাখে কিচিমিচি পাখি ডাকে
মৃদু মন্দ বহে সমীরণ।


রাঙাপথে গরুগাড়ি নদী ছাড়ি দেয় পাড়ি
নদীজলে পার হয়ে যায়,
নদী পারে দুই ধারে তালগাছ সারে সারে
ছোট গ্রাম তরুর ছায়ায়।


ছেলেরা গামছা পরে নদীঘাটে স্নান করে
জল নিয়ে বধূ ঘরে চলে,
নদীঘাটে তরুছায় রাখাল বাঁশি বাজায়
গরু মোষ পার হয় জলে।


বেলা যেই আসে পড়ে তরুশাখে পাতা নড়ে
পাখিসব ফিরে যায় নীড়ে,
অজয়ের নদীচরে সোনালী কিরণ ঝরে
জনহীন অজয়ের তীরে।


দিবসের অবসানে রবি পশ্চিমের পানে
অবশেষে আলোক লুকায়,
দূরে শালবন বামে সাঁঝের আঁধার নামে
চাঁদ উঠে আকাশের গায়।