পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে অজয়ের ঘাটে দূরবর্তী বহু গ্রাম থেকে মকর স্নান করতে বহু লোকের জন-সমাগম হয় আজকের দিনে। তীরে তীরে বহু দোকানপাট বসে, স্নানের পরে সবাই মুড়ি মুড়কি, সিঙাড়া, আলুর চপের দোকানে ভিড় জমায়। গাঁয়ের এই মহামিলনে সকলেই সমবেত হয় অজয়ের ঘাটে। মকর সংক্রান্তির পরের দিন হয় ধর্মশীলা মেলা। নদীর তীরে মেলা বসে। আশে পাশের বহু গ্রাম থেকে সবাই আসে নদীর ঘাটে ধর্মশীলা মেলায়।


সাথে থাকুন, পাশে রাখুন। মানুষকে ভালবাসুন, মানুষের সুখদুঃখের সাথী হোন। বাংলা কবিতার আসরে আমার প্রিয় সকল কবিগণকে শুভ মকর-সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


****************


অজয়ের ঘাটে মকর মেলা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের ঘাটে আজি মকরের মেলা,
সারাদিন হাসিখুশি কেটে যায় বেলা।
স্নান সেরে সবে বসে নদী কিনারায়,
বেগুনি আলুর চপ মুড়ি মেখে খায়।


অজয়ের নদীতটে জমে ওঠে মেলা,
বসেছে দোকান আর সার্কাসের খেলা।
বায়োস্কোপ ম্যাজিকশো, মিষ্টির দোকান,
মাইকের উচ্চরবে হয় ঝালাপালা কান।


আলতা সিঁদুর ফিতে চুড়ি ও আয়না,
কাঠের পুতুল চাই খুকুর বায়না।
বাঁশি কিনে খোকা খুশি তার হাসিমুখ,
পয়সা দিয়ে কেনা যায় আনন্দ ও সুখ।


সাধক সন্ন্যাসী কত বসি আখড়ায়,
বাউলেরা একতারা নিয়ে গান গায়।
মকর মেলায় করি সবারে আহ্বান,
মেলার কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।