অজয়ের ঘাটে মিলন মেলা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের ঘাটে আজি মিলন মেলায়,
দূর গ্রাম হতে সবে মিলেছে হেথায়।
বসেছে মিলন মেলা অজয়ের ঘাটে,
মেলা দেখে সবাকার সারাদিন কাটে।


দোকান বসেছে কত ঘাটে সারি সারি,
খেলনার দোকান আর স্টল মনিহারী।
আলুর পাঁপড় ভাজা, চপের দোকান,
কেহ বেচে সিগারেট, বিড়ি আর পান।


ধর্মশীলা মেলা বসে আজিকার দিনে,
খুকি আজি খুব খুশি চুড়ি মালা কিনে।
খোকা কাঁদে চরে বসে একাকী মেলায় ,
কেমনে কিনবে বাঁশি পয়সা তো নাই।


সারাদিন মেলা হয় ভাঙে সাঁঝ হলে,
সকলেই নিজ ঘরে চলে দলে দলে।
নির্জন নদীর ঘাটে নাহি লোকজন,
ধর্মশীলা মেলা কাব্য লিখিল লক্ষ্মণ।