অজয়ের জল ...................বহে কল কল
হিমেল পরশ লাগে (তৃতীয় পর্ব)
কলমে–কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের জল বহে কল কল
হিমেল সকাল বেলা,
অজয়ের চরে সারাদিন ধরে
শালিকেরা করে খেলা।


আসে জল নিতে অজয় নদীতে
গাঁয়ের বধূরা সব,
নদীঘাট কাছে শালবন আছে
পাখি করে কলরব।


নদীধারে মাঠে, চাষী ধান কাটে
ঘরে ফিরে সাঁঝ হলে,
রবি অস্ত যায় আলোক লুকায়
পাখিদের কোলাহলে।


নামিল আঁধার ঘাটে চারিধার
চাঁদ উঠে শালবনে,
বহে কল কল অজয়ের জল
ছুটে চলে আনমনে।