অজয়ের জল ...................বহে কল কল
হিমেল পরশ লাগে (চতুর্থ পর্ব)
কলমে–কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের ঘাটে আসে সবে হাটে
ক্রেতা বিক্রেতার দল,
লোকজন ভিড়ে অজয়ের তীরে
চিত্কার কোলাহল।


অজয়ের চরে সারাদিন ধরে
বেচাকেনা করে সবে,
বেচাকেনা সেরে সবে ঘরে ফেরে
সাঁঝ হয়ে আসে যবে।


কুমারের গাড়ি রাঙাপথ ছাড়ি
পৌঁছে গ্রাম সীমানায়,
বোঝাই মাথায় হাটুরেরা ধায়
ফুটফুটে জোছনায়।


অজয়ের জল বহে কল কল
হিমের পরশ লাগে,
রাতি শেষ হয়ে প্রভাত সময়ে
প্রভাত পাখিরা জাগে।