অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (তৃতীয় পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীচরে
            সোনালি আলোয়,
নদীজলে রং লাগে
              ছবি মনে হয়।
প্রভাত পাখিরা গায়,
বসি তরুর শাখায়
শঙ্খচিল উড়ে যায়
              নদী বেগে বয়,
ছল ছল কল কল
              কত কথা কয়।
নদী জলে রং লাগে
              ছবি মনে হয়।



নদীধারে মাঠে মাঠে
              সেনা রোদ ঝরে,
কাস্তে লয়ে আসে চাষী
              রাঙা পথ ধরে।


রাঙাপথে ছেয়ে মেয়ে,
চলে যায় গান গেয়ে,
কেহবা নদীতে নেয়ে
              আসে ফিরে ঘরে,
সাদা বক আসে উড়ে
               অজয়ের চরে।



অজয়ের নদীচেরে
                পড়ে আসে বেলা,
ক্রমে ক্রমে সাঙ্গ হয়
                দিবসের খেলা।


কাঁকন তলার মাঠ,
সূর্য বসেছে পাটে,
অজয়ের নদীঘাটে
               আমি যে একেলা।
চাঁদ উঠে গগনেতে
                লক্ষ তারার মেলা।
দূর গ্রামে জ্বলে দীপ
                 নামে সাঁঝের বেলা।