অজয়ের কলতান .....প্রভাত পাখির গান
কুলু কুলু বইছে অজয় নদী (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের নদীঘাটে প্রভাতের বেলা,
রবিবারে হাট বসে লোকজন মেলা।
তরুছায়ে হাটুরেরা দোকান সাজায়,
নদীতটে অন্ধ কানু সুরে গান গায়।


পটল বেগুন মূলো তরি তরকারি,
বোঝাই করে আনে গরুর গাড়ি।
নদীচরে হাঁকডাক জন-কোলাহল,
বেচাকেনা করে যত হাটুরের দল।


সকালে বিকালে হাট সারাদিন ধরে,
ভেঙে যায় সেই হাট বিকেলের পরে।
সূর্য যায় অস্তাচলে ঘরে যায় সবে,
পথে চলে গরুগাড়ি উচ্চ কলরবে।


বনে কারা বাঁশি আর মাদল বাজায়,
চাঁদ তারা ফুটে দূর আকাশের গায়।