অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের অজয় নদী
কুলু কুলু বয়,
দুই ধারে ছোট গ্রাম
ছবি মনে হয়।


এইপারে তালবন
শালবন দূরে,
রাখাল বাজায় বাঁশি
সুমধুর সুরে।


আকাশের আঙিনায়
বক উড়ে যায়,
অজয়ের নদীঘাটে
পাখা মেলে ধায়।


নদীতটে বটগাছে
পাখিদের বাসা,
দূরে মাঠে তরমুজ
কাটে এক চাষা।


অজয়ের নদীজল
অতি সুশীতল,
গাঁয়ের বধূরা সব
নিয়ে যায় জল।


দুপুরে পাড়ার ছেলে
আসে নদীঘাটে
স্নান সেরে বাড়ি যায়
সবে একসাথে।


বেলা পড়ে আসে যবে
অজয়ের ঘাটে,
পশ্চিমে অরুণরাগে
সূর্য বসে পাটে।


জোছনার চাঁদ উঠে
নদী কিনারায়,
রাত কাটে ভোর হয়
পাখি গীত গায়।