আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা
আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর পারে গ্রামখানি মোর,
এইগ্রামে দেখি হয় প্রতিদিন ভোর।
সকালে সোনার রবি পূবদিকে উঠে,
ফুলবনে ফুলকলি ফুলশাখে ফুটে।


ছোট গাঁয়ে আমাদের মাটির উঠান,
রাঙাপথে তরুশাখে পাখিদের গান।
সোনাঝরা রোদ হাসে অজয়ের চরে,
জল নিতে আসে বধূ রাঙাশাড়ি পরে।


বটের ছায়ায় বসি গাঁয়ের রাখাল,
বাজায় বাঁশের বাঁশি নিয়ে গরুপাল।
দিনশেষে সন্ধ্যা আসে হয় অন্ধকার,
পূর্ণিমার জোছনায় হাসে চারিধার।


ছায়াঘেরা এই গ্রাম সুখ স্বর্গধাম,
অজয়ের জলধারা বহে অবিরাম।