আমাদের ছোট গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী


আম কাঁঠালের ছায়ায় ঘেরা
আমাদের ছোট গাঁয়ে,
অজয়ের ঘাটে বটের গাছ
কাঁকন তলার বাঁয়ে।


বাঁশ বাগানের সরু গলিপথে
জল নিয়ে যায় বধূ,
আমের শাখে কোকিল ডাকে
সকালে দুপুরে শুধু।


সোনাই দিঘি পাড়ে তালগাছ
দুধারে মাটির বাড়ি,
রাঙা মাটির লাল সরানেতে
চলেছে গরুর গাড়ি।


গ্রাম সীমানায় আমের বাগানে
বসন্তে কোকিল গায়,
পলাশের বনে ফুটেছে পলাশ
পুঞ্জে পুঞ্জে অলি ধায়।


আমাদের গাঁয়ে সাঁঝের বেলা
ঘরে ঘরে দীপ জ্বলে,
রাতে চাঁদ উঠে জোছনা হেসে
কানে কানে কথা বলে।