বাড়ি আমার               পাথরচুড়ে
          অজয় নদীর পারে,
তাল সুপারি            গাছের সারি
           রাঙাপথের ধারে।


মাটির ঘরে             পাঁচিল ঘেরা
           বাড়ির আঙিনায়,
ময়না চড়ুই            পাখিরা এসে
           খুঁটেখুঁটে ধান খায়।


বাড়ির পাশে          বেড়ার ধারে
         বাঁশ গাছের বন,
সকাল হলেই         মোরগ ডাকে
          ভরে আমার মন।


রাঙাপথের          দুই ধারেতে
       সোনা ধানের মাঠ,
ওই যে দূরে          যায় দেখা ঐ
        অজয় নদীর ঘাট।


অজয় নদীর          ঘাটে মাঝি
       খেয়া পার করে,
ঝাঁকে ঝাঁকে         শালিক এসে
       চরে খেলা করে।


গাঁয়ের মাটি          স্বর্গ আমার
      কোথায় গেলে পাই?
এ গাঁয়েতে          জন্ম আমার
      এ গাঁয়ে মরতে চাই।