আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সুখের ঠিকানা মোর
এ গাঁয়ের মাটি,
এই মাটি জন্মভূমি
পবিত্র ও খাঁটি।


মা মাটি ভালবাসার
দিতে হবে দাম,
মাটি মাকে নিত্য তাই
জানাই প্রণাম।


মাটি মোর স্বর্গধাম
শান্তির ঠিকানা,
এমন মাটির স্নেহ
কোথাও পাব না।


এ গাঁয়ে জন্মেছি মাগো
বহু ভাগ্যফলে,
পেয়েছি তোমায় আমি
এই ধরাতলে।


গাঁয়ের মাটিতে আছে
স্নেহের পরশ,
মমতা মাখানো মায়া
চিত্ত করে বশ।


তোমার মাটিতে মাগো
মরণের পরে,
ঘুমাতে যেন পারি মা
আমি অকাতরে।


পরজন্মে যদি আসি
আসিব আবার,
গাঁয়েতে জনম যেন
হয় বারেবার।