গাঁয়ের ছায়া মাটির মায়া... মা মাটি মানুষের ভালবাসা
আমার গাঁ আমার মা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


উত্তরে অজয় চর গাঁয়ে আছে ছোট ঘর
আঙিনায় মাটির পাঁচিল,
আমাদের ছোট গ্রাম সুখ শান্তি স্বর্গধাম
চারিধারে মাঠ খাল বিল।


সবুজ তরুর ছায়া মমতা মাখানো মায়া
মাটির পরশে পাই স্নেহ,
সুখ শান্তি ভালবাসা জাগে মনে নব আশা
গাঁয়ে মোর পর নয় কেহ।


গাঁয়ের মানুষজন সবাই মোর আপন
গ্রামবাসী মোরা ভাই ভাই।
চাষীরা গাঁয়ের মান মাটিতে ফলায় ধান
সারা বর্ষ সুখে আছি তাই।


দূরে অজয়ের ঘাট রবিবারে বসে হাট
বেচা কেনা সারাদিন ধরে,
দিনশেষে পড়ে বেলা সাঙ্গ দিবসের খেলা
ফিরে সবে আপনার ঘরে।


কামার কুমোর তাঁতি এক প্রাণ এক জাতি
গাঁয়ে মোর সবাই সমান,
গা আমার মা আমার বাসভূমি সবাকার
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।