আমার গাঁয়ে মাটির টান
মাটির গন্ধে জুড়ায় প্রাণ।
পূর্ব গগনে অরুণ হাসে,
তালপুকুরে মরাল ভাসে।


আমার গাঁয়ে পথের বাঁকে,
আমের শাখে কোকিল ডাকে।
তাল সুপারি খেজুর গাছে,
মনের সুখে পাখিরা নাচে।


আমার গাঁয়ে অজয় ঘাটে,
পাড়ার ছেলে সাঁতার কাটে।
গাঁয়ের মাঝি নৌকা চালায়,
যাত্রীরা আসে বোঝা মাথায়।


শালিক আসে নদীর চরে,
সারাটা দিন বেড়ায় উড়ে।
শাল পিয়াল বনের ধারে,
সূর্য লুকায় নদীর পারে।


আঁধার নামে আমার গাঁয়ে,
জোনাকি জ্বলে পথের বাঁয়ে।
প্রদীপ জ্বলে মাটির ঘরে,
চাঁদের হাসি জোছনা ঝরে।