আম কাঁঠালের ছায়ায় ঘেরা.... গাঁ যে আমার সবার সেরা
আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজের ছায়াঘেরা গ্রামটি আমার,
আছে এক তালদিঘি মাঝখানে তার।
তালদিঘি পাড়ে তার সারি সারি গাছ,
দিঘির শীতল জলে খেলে রুইমাছ।


মাটির পাঁচিলে ঘেরা ছোট ছোট ঘর,
সবাই আপন মোর কেহ নয় পর।
সকলেই এই গাঁয়ে করি মোরা বাস,
মিলেমিশে সবে সুখে থাকি বারমাস।


সুখ শান্তি ভালবাসা আছে এই গাঁয়ে,
মাটির কুটির আম - কাঁঠালের ছায়ে।
আমার সোনার গ্রাম সুখ শান্তিধাম,
যেথা অজয়ের ধারা বহে অবিরাম।


সকলের সেরা এই গ্রামটি আমার,
পরজন্মে যদি পারি আসিব আবার।